শাবিপ্রবিতে “শিক্ষা ও গবেষণা” ইনস্টিটিউট চালু করা সময়ের দাবী

শেয়ার করুন          শিক্ষার সূত্রপাত হয়েছিল মানুষের আচরণের ইতিবাচক পরিশুদ্ধিতার জন্য, জীবনকে জানার জন্য,পরম সত্যকে জেনে মানার জন্য এবং মানবিকতাকে জাগ্রত করার জন্য। শিক্ষা প্রবাহমান রূপরেখা যেখানে জাতি সত্তার জন্ম ও বিকাশ সাধন হয়ে থাকে।   মানুষের সার্বজনীন গুণাবলীর বৈচিত্রময় ইতিবাচক পরিবর্তন ও বর্তমান পুজিবাদী বিশ্বে মানব সম্পদ উন্নয়ন,পরিবর্তন ও পরিবর্ধনের ফলপ্রসূ মাধ্যম হলো শিক্ষার সুদীর্ঘ পথ। মানব সভ্যতার সূচনালগ্ন হতে মানুষ জ্ঞান অর্জন করেছে নানাভাবে নানাপথে নানামতে। কখনো সঠিক ধারায় আবার কখনো ভুলের মধ্য দিয়ে মানুষ চলেছে দীর্ঘকাল জ্ঞানের খুঁজে,বিশুদ্ধতার নির্যাসে নিজেকে সিক্ত করে সভ্যতার অবিচ্ছেদ্য প্রতিনিধি হিসেবে সাধারণ মানব … Continue reading শাবিপ্রবিতে “শিক্ষা ও গবেষণা” ইনস্টিটিউট চালু করা সময়ের দাবী